ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে ২৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ফরিদপুরের বোয়ালমারীতে ২ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার চন্ডিবিলা গ্রামের মো. মুসা (২৮) ও একই গ্রামের ইরান মোল্যা (৪২)।
বুধবার (২৯ মে) বিকেলে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ মে) রাতে বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মুসা শেখের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ সময় মুসার বসতঘর তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়ার ট্যাবলেট উদ্ধার করা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত মুসা কক্সবাজার এবং টেকনাফ থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে ইরানের সহযোগিতায় এলাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে তারা।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৮’শ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে ২৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

ফরিদপুরের বোয়ালমারীতে ২ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার চন্ডিবিলা গ্রামের মো. মুসা (২৮) ও একই গ্রামের ইরান মোল্যা (৪২)।
বুধবার (২৯ মে) বিকেলে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ মে) রাতে বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মুসা শেখের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ সময় মুসার বসতঘর তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়ার ট্যাবলেট উদ্ধার করা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত মুসা কক্সবাজার এবং টেকনাফ থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে ইরানের সহযোগিতায় এলাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে তারা।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৮’শ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।