ঘূর্ণিঝড় রেমালে ভেড়ামারায় তিন’শ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে, আক্রান্তের মধ্যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে আরও এক-দু’দিন সময় লাগতে পারে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার সারাদিন ভেড়ামারায় থেমে থেমে বৃষ্টি হয়। সেই সাথে কমবেশি বাতাস ছিল। রাত বৃদ্ধির সাথে সাথে বৃষ্টি এবং বাতাসের পরিমাণও বাড়তে থাকে। মাঝরাতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাথে ব্যাপক ঝড়ও। এই ঝড়-বৃষ্টিতে আক্রান্ত হয়েছে বিভিন্ন ধরনের ফসল।
উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড়ে ভেড়ামারায় সবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ. মরিচ, পাট, লিচু ও লেবু আক্রান্ত হয়েছে। চলতি মৌসুমে সবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ, মরিচ, পাট, লিচু ও লেবুর চাষ হয়েছে।
এদিকে চাষিরা বলছেন, এ বছর ফসলে যেন শনির দশা লেগেছে। ধান বাদে অন্যসব ফসল ক্ষতির মধ্যে রয়েছে। এক মাসের বেশি সময় ধরে তীব্র তাপদাহের কারণে ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আম ও লিচু ঝরেছে বেশি। একইসাথে কমেছে রসালো ভাবও। দ্বিতীয় দফায় ঝরেছে ঝড়ে।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা জানিয়েছেন, চাষির করলা, উচ্ছে, লাউসহ বিভিন্ন ফসলের মাচার ভেঙে পড়েছে। এসব মাচান ফের তৈরি করতে হবে।
রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
প্রিন্ট