ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিনামূল্যে দেশী জাতের বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০শে জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪ -২০২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে রোপা আমন ধান বিভিন্ন জাতের গাছের চারা শাকসবজির বীজ রাসায়নিক সার উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
–
কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন এর পরিচালনায় শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।
–
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার ডাঃ সাগর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার শাজাহান আলী, মাহফুজুর রহমান, মাহবুবা খানম, খাদিজা-তুজ-জোহুরা, আব্দুস সালাম।
–
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও উপকারভোগী মোহনপুর উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী গণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় আম, নারিকেল, তাল, বিভিন্ন জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দু ও উপজেলার ছয়টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০টি নারিকেল চারা, ১৩০ টি তালের চারা, ৪০০০ টি জাম, বেল, পেয়ারা, জলপাই এর চারা এবং ৫০ টি কৃষক কে ২৫০ টি আমের চারা উপকারভোগীদের মাঝে বিনামূল্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।
প্রিন্ট