ফরিদপুরের বোয়ালমারীতে ২ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার চন্ডিবিলা গ্রামের মো. মুসা (২৮) ও একই গ্রামের ইরান মোল্যা (৪২)।
বুধবার (২৯ মে) বিকেলে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ মে) রাতে বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মুসা শেখের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ সময় মুসার বসতঘর তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়ার ট্যাবলেট উদ্ধার করা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত মুসা কক্সবাজার এবং টেকনাফ থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে ইরানের সহযোগিতায় এলাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে তারা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৮’শ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha