ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা Logo নোয়াখালী চাটখিলে চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকি Logo খোকসায় ১ম হওয়া শিক্ষার্থী নুসরাত জাহান ও সকল এ+ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী’র ৪ শত কোটি টাকার সম্পত্তি ক্রোক Logo বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা Logo পাংশা সরকারী কলেজে জুলাই শহিদ দিবস পালিত Logo যশোরের কেশবপুরে সমাজসেবক বদরুন্নাহার রেশমা চিরনিদ্রায় শায়িত Logo ‘জুলাই শহীদ দিবস–২৫’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর Logo কুষ্টিয়া চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভোটার ২৪৮০, এক ঘণ্টায় ভোট পড়েছে ১২টি, একটি বুথে শূন্য ভোট

-ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। তবে কেন্দ্রে ভোটার নেই বললে চলে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিএসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রছবি।

ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিএসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে সাতটি বুথে নারী ও পুরুষেরা ভোট দিচ্ছেন। ৫ নম্বর বুথে গিয়ে দেখা যায়, কক্ষের বেঞ্চে উল্টোভাবে বসে আসেন একজন প্রার্থীর এজেন্ট; নাম আসমা সুলতানা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন তিনি। জিজ্ঞেস করতেই মৃদু হেসে জানালেন, ‘ভোটার আসছে কি না তা দেখছি। এক ঘণ্টায় এই বুথে একটি ভোটও পড়েনি।’

খোঁজ নিয়ে জানা গেল ৫ নম্বর এই বুথে নারীদের ৩৯৩ জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে। বুথের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউল হক সুমন জানালেন, হয়তো নারীরা বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত, এ জন্য আসতে পারেননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।কয়েকজন কর্মকর্তা ও বিভিন্ন প্রার্থীদের এজেন্টের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের অতীতের অভিজ্ঞতায় এক ঘণ্টায় বুথে একটি ভোটও পড়েনি, এমনটি তাঁরা কখনো দেখেননি।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বদর উদ্দিন জানালেন, এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮০ জন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সাতটি বুথে ১২টি ভোট পড়েছে।সাতটি বুথ ঘুরে দেখা গেল নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা বসে আছেন ভোটারের অপেক্ষায়। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বসে আছেন।

দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হলেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী। অপরজন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান। বুলবুল কুষ্টিয়া–১ দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা

error: Content is protected !!

ভোটার ২৪৮০, এক ঘণ্টায় ভোট পড়েছে ১২টি, একটি বুথে শূন্য ভোট

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিএসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে সাতটি বুথে নারী ও পুরুষেরা ভোট দিচ্ছেন। ৫ নম্বর বুথে গিয়ে দেখা যায়, কক্ষের বেঞ্চে উল্টোভাবে বসে আসেন একজন প্রার্থীর এজেন্ট; নাম আসমা সুলতানা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন তিনি। জিজ্ঞেস করতেই মৃদু হেসে জানালেন, ‘ভোটার আসছে কি না তা দেখছি। এক ঘণ্টায় এই বুথে একটি ভোটও পড়েনি।’

খোঁজ নিয়ে জানা গেল ৫ নম্বর এই বুথে নারীদের ৩৯৩ জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে। বুথের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউল হক সুমন জানালেন, হয়তো নারীরা বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত, এ জন্য আসতে পারেননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।কয়েকজন কর্মকর্তা ও বিভিন্ন প্রার্থীদের এজেন্টের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের অতীতের অভিজ্ঞতায় এক ঘণ্টায় বুথে একটি ভোটও পড়েনি, এমনটি তাঁরা কখনো দেখেননি।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বদর উদ্দিন জানালেন, এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৪৮০ জন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সাতটি বুথে ১২টি ভোট পড়েছে।সাতটি বুথ ঘুরে দেখা গেল নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা বসে আছেন ভোটারের অপেক্ষায়। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বসে আছেন।

দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হলেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী। অপরজন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান। বুলবুল কুষ্টিয়া–১ দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই।


প্রিন্ট