ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্ন Logo লালপুরে অ্যাডভোকেট আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ Logo সদরপুরে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারী আটক Logo আদালতের আদেশ উপেক্ষা করে আম বাগান ও কালাইখেত গুড়িয়ে দেয়ার অভিযোগ Logo আলফাডাঙ্গা ব্রিক্স ফিল্ডে ইট পুড়ানোর শুভ সূচনা Logo আমতলীতে উপজেলা জামায়েত আমীরের শপথ গ্রহন Logo ইসকন নিষিদ্ধ ও সাইফুল হত্যার বিচারের দাবীতে সালথায় বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার Logo ইসকন নিষিদ্ধের দাবীতে কালুখালীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তবৃন্দের ঢল

ফরিদপুরের  গোয়ালচামটে শুরু হয়েছে ‌ প্রভু জগৎবন্ধু সুন্দরের ‌ ১৫৪ তম শুভ আবির্ভাব তিথি ‌। এ উপলক্ষে এখানে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান।
আর উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন অসংখ্য ভক্তবৃন্দের ‌ আগমন ঘটছে। এ ব্যাপারে সরজমিন পরিদর্শন কালে দেখা গেছে  ‌ শ্রীধাম শ্রী অঙ্গনে ‌ সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত ‌ ভক্তবৃন্দ এসে ভিড় করছেন ‌।
শুধু ফরিদপুর নয় ‌ পার্শ্ববর্তী জেলা থেকেও অসংখ্য ভক্তবৃন্দ উৎসবে সমবেত হয়েছেন।
এদিকে ভক্তবৃন্দ ‌ সেবায় বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছেন। তারা ‌ বিনামূল্যে মিষ্টান্ন বিতরণ , পানীয় জল বিতরণ , শরবত বিতরণের মতো কর্মসূচি হাতে নিয়েছেন। এদিকে উৎসব চলাকালে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতোমধ্যে পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। উৎসব চলাকালে ‌ এ বাহিনীর সদস্যরাও তাদের দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে জানা গেছে ‌ ফরিদপুরের  অন্যতম প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীধাম  শ্রী অঙ্গনে প্রতিবছরই ‌ প্রভু জগৎবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব তিথি  উৎসব পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তা ছাড়া ‌ উৎসব চলাকালে পুরো এলাকাতেই আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। এবার ও তার ধারাবাহিকতা ‌ অব্যাহত রয়েছে।
এখানে উৎসব চলাকালে হাজার হাজার ভক্তবৃন্দের জন্য ‌ প্রসাদ পরিবেশন করা হয়ে থাকে। এবারও ‌ বিভিন্ন ব্যক্তি ও  শতাধিক প্রতিষ্ঠান উৎসবে ভক্তদের প্রসাদ  পরিবেশন করছে।
আগামী ২৩  মে ‌ বৃহস্পতিবার ‌ এই উৎসবের সমাপ্ত হবে বলে ‌ জানা গেছে। এদিকে উৎসবকে কেন্দ্র করে শহরের মহিম  স্কুলের মাঠে একটি মেলার ও আয়োজন করা হয়েছে। উক্ত মেলাতে বিভিন্ন রকম পণ্য বিক্রি করতে দেখা গেছে। তাছাড়া শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রকম ‌ খেলার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। ‌ সবকিছু মিলে এবারের ‌ উৎসবটি ‌ এখন পর্যন্ত বেশ ভালোভাবে এগিয়ে চলছে ‌ এবং তা ভালোভাবে শেষ হবে বলে ‌ এখানকার কর্মকর্তারা জানান।
‌ ‌‌

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্ন

error: Content is protected !!

ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তবৃন্দের ঢল

আপডেট টাইম : ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের  গোয়ালচামটে শুরু হয়েছে ‌ প্রভু জগৎবন্ধু সুন্দরের ‌ ১৫৪ তম শুভ আবির্ভাব তিথি ‌। এ উপলক্ষে এখানে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান।
আর উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন অসংখ্য ভক্তবৃন্দের ‌ আগমন ঘটছে। এ ব্যাপারে সরজমিন পরিদর্শন কালে দেখা গেছে  ‌ শ্রীধাম শ্রী অঙ্গনে ‌ সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত ‌ ভক্তবৃন্দ এসে ভিড় করছেন ‌।
শুধু ফরিদপুর নয় ‌ পার্শ্ববর্তী জেলা থেকেও অসংখ্য ভক্তবৃন্দ উৎসবে সমবেত হয়েছেন।
এদিকে ভক্তবৃন্দ ‌ সেবায় বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছেন। তারা ‌ বিনামূল্যে মিষ্টান্ন বিতরণ , পানীয় জল বিতরণ , শরবত বিতরণের মতো কর্মসূচি হাতে নিয়েছেন। এদিকে উৎসব চলাকালে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতোমধ্যে পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। উৎসব চলাকালে ‌ এ বাহিনীর সদস্যরাও তাদের দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে জানা গেছে ‌ ফরিদপুরের  অন্যতম প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীধাম  শ্রী অঙ্গনে প্রতিবছরই ‌ প্রভু জগৎবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব তিথি  উৎসব পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তা ছাড়া ‌ উৎসব চলাকালে পুরো এলাকাতেই আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। এবার ও তার ধারাবাহিকতা ‌ অব্যাহত রয়েছে।
এখানে উৎসব চলাকালে হাজার হাজার ভক্তবৃন্দের জন্য ‌ প্রসাদ পরিবেশন করা হয়ে থাকে। এবারও ‌ বিভিন্ন ব্যক্তি ও  শতাধিক প্রতিষ্ঠান উৎসবে ভক্তদের প্রসাদ  পরিবেশন করছে।
আগামী ২৩  মে ‌ বৃহস্পতিবার ‌ এই উৎসবের সমাপ্ত হবে বলে ‌ জানা গেছে। এদিকে উৎসবকে কেন্দ্র করে শহরের মহিম  স্কুলের মাঠে একটি মেলার ও আয়োজন করা হয়েছে। উক্ত মেলাতে বিভিন্ন রকম পণ্য বিক্রি করতে দেখা গেছে। তাছাড়া শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রকম ‌ খেলার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। ‌ সবকিছু মিলে এবারের ‌ উৎসবটি ‌ এখন পর্যন্ত বেশ ভালোভাবে এগিয়ে চলছে ‌ এবং তা ভালোভাবে শেষ হবে বলে ‌ এখানকার কর্মকর্তারা জানান।
‌ ‌‌

প্রিন্ট