বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন বিমাস-হবে ইতালি প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিত্বকারী সুসংগঠিত প্লাটফর্ম। ইতালিয় কমিউনিটিতে প্রায় অর্ধশতাব্দীর বাংলাদেশী প্রবাসীদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসীদের আইনি জটিলতা, ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যার নিরসনে কাজ করবে এই বিমাস।
এবার রোমের অদূরে মন্তে রতন্দো প্রবাসী বাংলাদেশীদের উদ্বুদ্ধ করার আলোচনা সভায় বলেন বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন বিমাসের আহ্বায়ক ড. মুক্তার হোসেন।
মন্তে রতন্দো‘র বিশিষ্ট ব্যক্তিত্ব সিহাব উদ্দিনের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রবাসীরা নানান সমস্যার কথা তুলে ধরেন। জানান, এই মূহুত্বে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা । এসময় বিমাসের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচকরা বলেন, সুনির্দিষ্ট সামাজিক উন্নয়ন ও মর্যাদা সুনিশ্চিত করাই এই সংগঠনের লক্ষ্য , তবে চলতে হবে ঐক্যবদ্ধ ও সাফল্য অর্জনের জন্য, তবেই কমিউনিটিকে এগিয়ে যাবে সঠিক পথে।
চলতি মে মাসেই ইতালি জুড়ে সুসংগঠিত হচ্ছে বিমাসের তীতৃয় কার্যনির্বাহি পরিষদ। সকলে আন্তরিক সহযোগিতা সংগঠনের কার্যক্রমেই নির্ধারিত হবে ভবিষ্যত প্রজন্মের আগামী বাংলাদেশ কমিউনিটি।
প্রিন্ট