রাত পোহালে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। খোকসায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, শাওন আহমেদ খান, সাইফুল ইসলাম ও সালেহা বেগম। শেষ মুহূর্তে প্রচার প্রচারণা তুঙ্গে। উপজেলায় ৬ জন প্রার্থী থাকলেও ৩ জন প্রার্থী জোর প্রচার চালিয়ে যাচ্ছে।
এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়ে জানা গেছে উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার (মোটরসাইকেল মার্কা), উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন খান(দোয়াত কলম মার্কা), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত(ঘোড়া মার্কা) এই ৩ জনের মধ্যে ত্রিমুখী নির্বাচন হবে।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ প্রার্থী এরা হচ্ছে বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা কাঁকন, নজরুল ইসলাম, আসাদুজ্জামান লিটন, রেজাউল করিম, মিজানুর রহমান, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, সাইমন আহমেদ ও মনিরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী এরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, রোজী সুলতানা ও ছন্দা খাতুন।
খোকসা উপজেলায় ভোট সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৮ জন। উপজেলায় ৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত সকল মালামাল পৌঁছে দেওয়া হয়েছে, ব্যালট পেপার সকাল ৬ টার মধ্যে পৌঁছে দেওয়া হবে। প্রতিটা ভোট কেন্দ্রে থাকছে ১জন এস আই এর নেতৃত্বে ৩ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। থাকছে প্রতিটা ইউনিয়নে ১জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপি, র্যাপিড একশন ব্যাটেলিয়ান ও পুলিশ বাহিনী বিশেষ টহল।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার এর সঙ্গে কথা বলা হলে তিনি বলেন খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভোট নিতে যা যা করা দরকার সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এর সাথে কথা বলা হলে তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে প্রতিটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আনসার নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপি, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ বাহিনী টয়ল দিবে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে। আমি আশা করি অবাক সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে।
প্রিন্ট