ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না -নুসরাত তাবাসসুম Logo দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি Logo নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন প্রবাসী Logo গোমস্তাপুরে ফেনসিডিলসহ আটক ৩ Logo কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন ! Logo গোপালগঞ্জে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত Logo লালপুরে অন্যের জমি জবরদখল করে দেয়ার চেষ্টা বিএনপি নেতার Logo ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান Logo সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধংস করতে এই তরুণ প্রজন্মকে পাঠিয়েছে -অধ্যাপক গোলাম রসুল Logo খোকসায় মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ

-ছবিঃ প্রতীকী।

যশোরের মনিরামপুরের বাগডোব গ্রামের এক বাড়িতে স্বামী স্ত্রীকে বেঁধে ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। একই সাথে উদ্ধার করা হয়েছে লুট হওয়া সোনার গহনা, টেলিভিশন, পানির পাম্প, দুইটি গরু এবং এ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ।
ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, খুলনার রুপসা উপজেলার নৈহাটি দারোগাভিটা গ্রামের অহিদ শেখের ছেলে আব্দুল হালিম (৩৫), বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২২), খুলনার তেরখাদা উপজেলার কুসলা গ্রামের নাসির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার ওরফে হৃদয় (২৬) ও রুপসা থানার ইলাহিপুর গ্রামের শওকত আলী শেখ ওরফে শহর আলীর ছেলে আবুল কালাম শেখ (৪০)।
যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, গত ২৭ এপ্রিল রাত ১২ টার পর মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে ডাকাতি হয়। আসামিরা হঠাৎ করে বাড়ির মধ্যে ঢোকে এবং আতিয়ার রহমানকে বেঁধে ফেলে। এ সময় ধস্তাধস্তি হলে তার স্ত্রী জেগে যান। পরে তারও হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা বিভিন্ন ধরনের সোনার গহনা, দুইটি মোবাইল ফোন, টিভি, নগদ টাকা, টর্চলাইট ও গোয়ালঘর থেকে দুইটি গাভী একটি পিকআপে করে নিয়ে চলে যায়।
এ ঘটনায় আতিয়ার রহমান মনিরামপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান ডিবির এসআই শামীম হোসেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অনেক দিন ধরে খোঁজখবর নিয়ে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করেন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
এসআই শামীম হোসেন জানান, এই চক্রের সাথে আরো অনেকে আছে। তাদের ধরতে পুলিশ কাজ  করছে।  রোববার বিকেলে আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না -নুসরাত তাবাসসুম

error: Content is protected !!

যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ

আপডেট টাইম : ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :
যশোরের মনিরামপুরের বাগডোব গ্রামের এক বাড়িতে স্বামী স্ত্রীকে বেঁধে ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। একই সাথে উদ্ধার করা হয়েছে লুট হওয়া সোনার গহনা, টেলিভিশন, পানির পাম্প, দুইটি গরু এবং এ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ।
ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, খুলনার রুপসা উপজেলার নৈহাটি দারোগাভিটা গ্রামের অহিদ শেখের ছেলে আব্দুল হালিম (৩৫), বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২২), খুলনার তেরখাদা উপজেলার কুসলা গ্রামের নাসির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার ওরফে হৃদয় (২৬) ও রুপসা থানার ইলাহিপুর গ্রামের শওকত আলী শেখ ওরফে শহর আলীর ছেলে আবুল কালাম শেখ (৪০)।
যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, গত ২৭ এপ্রিল রাত ১২ টার পর মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে ডাকাতি হয়। আসামিরা হঠাৎ করে বাড়ির মধ্যে ঢোকে এবং আতিয়ার রহমানকে বেঁধে ফেলে। এ সময় ধস্তাধস্তি হলে তার স্ত্রী জেগে যান। পরে তারও হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা বিভিন্ন ধরনের সোনার গহনা, দুইটি মোবাইল ফোন, টিভি, নগদ টাকা, টর্চলাইট ও গোয়ালঘর থেকে দুইটি গাভী একটি পিকআপে করে নিয়ে চলে যায়।
এ ঘটনায় আতিয়ার রহমান মনিরামপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান ডিবির এসআই শামীম হোসেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অনেক দিন ধরে খোঁজখবর নিয়ে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করেন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
এসআই শামীম হোসেন জানান, এই চক্রের সাথে আরো অনেকে আছে। তাদের ধরতে পুলিশ কাজ  করছে।  রোববার বিকেলে আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট