আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশকাল : মে ৬, ২০২৪, ২:৩০ পি.এম
যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ

যশোরের মনিরামপুরের বাগডোব গ্রামের এক বাড়িতে স্বামী স্ত্রীকে বেঁধে ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। একই সাথে উদ্ধার করা হয়েছে লুট হওয়া সোনার গহনা, টেলিভিশন, পানির পাম্প, দুইটি গরু এবং এ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ।
ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, খুলনার রুপসা উপজেলার নৈহাটি দারোগাভিটা গ্রামের অহিদ শেখের ছেলে আব্দুল হালিম (৩৫), বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২২), খুলনার তেরখাদা উপজেলার কুসলা গ্রামের নাসির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার ওরফে হৃদয় (২৬) ও রুপসা থানার ইলাহিপুর গ্রামের শওকত আলী শেখ ওরফে শহর আলীর ছেলে আবুল কালাম শেখ (৪০)।
যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, গত ২৭ এপ্রিল রাত ১২ টার পর মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে ডাকাতি হয়। আসামিরা হঠাৎ করে বাড়ির মধ্যে ঢোকে এবং আতিয়ার রহমানকে বেঁধে ফেলে। এ সময় ধস্তাধস্তি হলে তার স্ত্রী জেগে যান। পরে তারও হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা বিভিন্ন ধরনের সোনার গহনা, দুইটি মোবাইল ফোন, টিভি, নগদ টাকা, টর্চলাইট ও গোয়ালঘর থেকে দুইটি গাভী একটি পিকআপে করে নিয়ে চলে যায়।
এ ঘটনায় আতিয়ার রহমান মনিরামপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান ডিবির এসআই শামীম হোসেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অনেক দিন ধরে খোঁজখবর নিয়ে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করেন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
এসআই শামীম হোসেন জানান, এই চক্রের সাথে আরো অনেকে আছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। রোববার বিকেলে আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha