আসন্ন মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে প্রার্থীদের। এতে পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ।
ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের। প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ৮ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা বেগম কৃক। বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। দিনরাত ছুটছেন তার ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হলেন- মোঃ মহসিন বিশ্বাস, মোঃ শাহিদুল ইসলাম জাহিদ, মো: আবুল কাশেম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, সুক্লা ভৌমিক।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।