আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশকাল : মে ৫, ২০২৪, ৩:৫০ পি.এম
মধুখালী উপজেলা নির্বাচন, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

আসন্ন মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে প্রার্থীদের। এতে পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ।
ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের। প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ৮ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা বেগম কৃক। বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। দিনরাত ছুটছেন তার ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হলেন- মোঃ মহসিন বিশ্বাস, মোঃ শাহিদুল ইসলাম জাহিদ, মো: আবুল কাশেম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, সুক্লা ভৌমিক।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha