নরসিংদীর পাঁচদোনা মোড়ে স্থাপন করা হয়েছে সুপেয় পানির বুথ। যেখান থেকে পথচারী-সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন খেতে পারছে।
আজ বেলা ১২টার দিকে পাঁচদোনা মোড়ে ওই কার্যক্রমের উদ্ধোধন করেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন।
এই বিষয়ে কথা হলে পথচারী ও সাধারণ মানুষ জানান, (ইউএনও) ম্যাডাম যে বিনামূল্যে পানির ব্যবস্থা করেছে তা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। এই গরমে আমরা পাঁচদোনা মোড়ের সাধারণ মানুষ এসে এক গ্লাস ঠান্ডা স্যালাইনের পানি খেলে শরীরে অনেকটাই আরাম পাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন বলেন, চলমান তীব্র তাপদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক ও যাদের কায়িক পরিশ্রম হয় তাদের পানি পান এর সুবিধার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারীরা যেন খাবার স্যালাইন খেতে পারে তারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও তিনি বলেন, যতদিন এই তাপদাহ থাকবে, ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।
প্রিন্ট