কুষ্টিয়ার দৌলতপুর থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থানার কল্যাণপুর মন্ডলপাড়া থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী জানান, আটককৃতরা হলেন খোকন আলী (৩৫) ও রতন জোয়ার্দ্দার (৩০)। তাদের বাড়ি ভেড়ামারা উপজেলার মহিষাডোরা গ্রাম ও দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে।
তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
প্রিন্ট