অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণসহ সামাজিক সম্প্রীতি রক্ষার্থে ফরিদপুর সালথায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চত্বরে সালথা থানা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার সুপার কাজী সায়েম, পুরুরা মাদ্রাসার মোহ তামিম নিজামুদ্দিন, ভাওয়াল ইউনিয়ন বীট অফিসার এস আই আবুল কালাম আজাদ, সহকারী বীট অফিসার এ এস আই মো. সাইফুল ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট