ফরিদপুরের চরভদ্রাসনে টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে একই দিনে পৃথক দুটি স্থানে ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছেন মুসুল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় স্থানীয় আব্দুল সিকদারের ডাঙ্গী মাদ্রাসা মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি ও দোয়া মোনাজাত করেন ঐ মাদ্রাসার মোহতামিম মুফতি আবদুস সবুর।
একইদিন বেলা ১১ টার দিকে চরভদ্রাসন ওলামা পরিষদের আয়োজনে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আরেকটি ইস্তিসকার নামাজ আদায় করেন মুসুল্লিরা।
এতে ইমামতি ও দোয়া-মোনাজাত করেন স্থানীয় হাজিডাঙ্গী খাদেমুল ইসলাম মাদ্রাসার মোহতামিম হাফেজ নোমান মানসুর।
- আরও পড়ুনঃ তানোরের চৈৎপুর জমি জবরদখলের অভিযোগ
দুই রাকাত নামাজের পূর্বে নসিহতপূর্ন আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে চলমান প্রচন্ড তাপপ্রবাহ হতে পরিত্রানের আশায় আল্লাহ তালার দরবারে দোয়া মোনাজাত করেন মুসুল্লিরা।
প্রিন্ট