আগামী ৮ই মে প্রথম ধাপে দেশের ১৫২ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে চেয়ারম্যান ও
ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, এ বছর চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনলাইনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী
মনোনয়ন পত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে মোঃ ফয়সাল হাসান ঋন খেলাপির কারনে নির্বাচন করতে পারছেন না। ইতিমধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ কাউছার
চেয়ারম্যান পদে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সেক সোলায়মান ও শামীম রেজা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যাচাই বাছাই শেষে বর্তমানে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রতিক পেয়েছেন তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা আনারস প্রতিক, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোতালেব হোসেন মোল্যা দোয়াত কলম, চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপির সমর্থক মোঃ ফারুক হোসেন মৃধা হেলিকপ্টার, গাজীরটেক ইউনিয়নের বাসিন্দা সৈয়দ নিজামউদ্দীন আহাম্মেদ টেলিফোন ও মোঃ খবীরউদ্দীন পেয়েছেন মোটর সাইকেল প্রতিক।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন পেয়েছেন টিউবওয়েল, মোন্নাফ মোল্লা তালা, মোশারফ হোসেন টিয়া পাখি, মোঃ সামসুদ্দিন মোল্লা মাইক ও জান-এ আল পেয়েছেন চশমা প্রতিক।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরদর মরধ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আকতার পেয়েছেন প্রজাপতি, রওশন আরা পারভীন ফুটবল, হামেদা বেগম বৈদ্যুতিক পাখা ও নাজমা বেগম পেয়েছেন কলস প্রতিক।
প্রিন্ট