ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসীন কবির, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রমা সাহা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের পরিণত করতে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্ট