ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের গোলাম রসুল নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। নিজের নিরাপত্তার জন্য ২ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমার বিষয়ে ওই বীর মুক্তিযোদ্ধা শেখর পশ্চিমপাড়া এলাকার আবু শেখ ও সিরাজুল ইসলাম নামের দু’জনের নামে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
এ মামলা ২২ এপ্রিলে একটি শোনানি রয়েছে। এজন্য তারা দু’জন মিলে ১৬ এপ্রিল রাতে শেখর বাজারে লাঞ্চিত করে ওই বীর মুক্তিযোদ্ধাকে। সেই সাথে খুন যখমেরও হুমকি দেন। ওই বীর মুক্তিযোদ্ধা নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ এপ্রিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম জানান, আমার জমি থেকে মাটি কেটে সে তাঁর বাড়ি ভরাট করেছে। আমরা কাউকে হুমকি ধামকি দেয়নি। তাঁর সাথে হালকা বাকবিতণ্ডা হয়েছে।
শেখর গ্রামের মো. আবু শেখ মুঠোফোনে বলেন, আমি গোলাম রসুলকে লাঞ্চিত করিনি। তবে শেখর বাজারে তার সাথে জমিজমা নিয়ে কথাকাটাকাটি হয়েছে। তাকে আমি মারতে যাব কেন।
বোয়ালমারী থানা পুলিশ বলেন লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে গিয়ে সত্যতা জানার পর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট