প্রাণী সম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন। পরে হাসপাতাল মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ ও কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
- আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় ঘোড় দৌড়ে হাজারো মানুষ
সভায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফ উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহা: জাহাঙ্গীর হোসেন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মমতাজুল হক, সফল উদ্যোক্তা নিয়ামুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।
আলোচনা সভার পর অতিথিগন প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ বছর প্রদর্শনীতে ২৬ টি স্টল অংশ নেয়।
প্রিন্ট