ঢাকা , মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে ট্রাফিক আইন অমান্য করায় ৪,৩৭,০০০ টাকা জরিমানা ও যানবাহন আটক নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি আটক কোটালীপাড়ায় জমি বিক্রির নামে প্রবাসীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ কুষ্টিয়া মহাসড়কে আলহাজ্ব পরিবহনে বিজিবির অভিযান, হেরোইন উদ্ধার সাংবাদিক পুত্র মমোশ্বাদ ট্যালেন্টপুলে স্কলারশীপ পেয়েছেন রাজনগরে ৭ জুয়াড়ী গ্রেফতার ফরিদপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক ইয়াবাসহ একজন মাদকব্যবসায়ী গ্রেপ্তার মাগুরা হাজরাপুর ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির আইন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৩১জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ইনফিনিক্সের তিন স্মার্টফোন সিরিজ বাজারে, চলছে ছাড়

গাছের সাথে শত্রুতা!

দুই শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম সিদ্দিকীর ক্ষতিগ্রস্থ লেবু বাগানের চিত্র। ছবি- এস.এম. রুবেল।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইশত থাইঅন জাতের লেবু গাছ ও শিমগাছ বাগান থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে সোমবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যাক কর্মকর্তা থানায় বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সাতৈর গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম সিদ্দিকী কয়েক বছর আগে তাঁর ৩৫ শতাংশ জমিতে উন্নত মানের থাইঅন লেবু গাছের বাগান শুরু করেন। ওই বাগানে দেড়শত ফলবান লেবুগাছ ও ৫০টি ধরন্ত শিমগাছ সোমবার রাতে কোন এক সময় কেটে ফেলে দুবৃত্তরা।

ক্ষতিগ্রস্থ ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, প্রতি লেবু গাছ থেকে ৫টি কলম করলে প্রায় ছয়শত চারা তৈরি করতে পারতাম। তার বাজার মূল্যে প্রায় দেড় লক্ষ টাকা। এ ছাড়া চলতি মৌসুমে ওই গাছ থেকে আরো লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারতাম। বাগানের চারপাশে শিমগাছ লাগিয়ে ছিলাম সেখান থেকে আরো ৫০টি শিমগাছ কেটে ফেলা হয়েছে। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। প্রশাসনের কাছে আমার অনুরোধ যারা এ কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

এই অথরের আরো সংবাদ দেখুন

নড়াইলে ট্রাফিক আইন অমান্য করায় ৪,৩৭,০০০ টাকা জরিমানা ও যানবাহন আটক

error: Content is protected !!

গাছের সাথে শত্রুতা!

দুই শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইশত থাইঅন জাতের লেবু গাছ ও শিমগাছ বাগান থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে সোমবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যাক কর্মকর্তা থানায় বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সাতৈর গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম সিদ্দিকী কয়েক বছর আগে তাঁর ৩৫ শতাংশ জমিতে উন্নত মানের থাইঅন লেবু গাছের বাগান শুরু করেন। ওই বাগানে দেড়শত ফলবান লেবুগাছ ও ৫০টি ধরন্ত শিমগাছ সোমবার রাতে কোন এক সময় কেটে ফেলে দুবৃত্তরা।

ক্ষতিগ্রস্থ ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, প্রতি লেবু গাছ থেকে ৫টি কলম করলে প্রায় ছয়শত চারা তৈরি করতে পারতাম। তার বাজার মূল্যে প্রায় দেড় লক্ষ টাকা। এ ছাড়া চলতি মৌসুমে ওই গাছ থেকে আরো লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারতাম। বাগানের চারপাশে শিমগাছ লাগিয়ে ছিলাম সেখান থেকে আরো ৫০টি শিমগাছ কেটে ফেলা হয়েছে। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। প্রশাসনের কাছে আমার অনুরোধ যারা এ কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।