লিয়াকত হোসেন লিংকনঃ
নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) ভোওে উপজেলার জঙ্গলমুকুন্দপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
.
জামাল শেখ কাশিয়ানী সদও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে।
.
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
.
তিনি জানান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জামাল শেখকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুওে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
.
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা।
.
জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারী কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি কওে কাশিয়ানী থানায় মামলা করেন।
প্রিন্ট