ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইশত থাইঅন জাতের লেবু গাছ ও শিমগাছ বাগান থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে সোমবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যাক কর্মকর্তা থানায় বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে জানা গেছে, উপজেলার সাতৈর গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম সিদ্দিকী কয়েক বছর আগে তাঁর ৩৫ শতাংশ জমিতে উন্নত মানের থাইঅন লেবু গাছের বাগান শুরু করেন। ওই বাগানে দেড়শত ফলবান লেবুগাছ ও ৫০টি ধরন্ত শিমগাছ সোমবার রাতে কোন এক সময় কেটে ফেলে দুবৃত্তরা।
ক্ষতিগ্রস্থ ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, প্রতি লেবু গাছ থেকে ৫টি কলম করলে প্রায় ছয়শত চারা তৈরি করতে পারতাম। তার বাজার মূল্যে প্রায় দেড় লক্ষ টাকা। এ ছাড়া চলতি মৌসুমে ওই গাছ থেকে আরো লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারতাম। বাগানের চারপাশে শিমগাছ লাগিয়ে ছিলাম সেখান থেকে আরো ৫০টি শিমগাছ কেটে ফেলা হয়েছে। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। প্রশাসনের কাছে আমার অনুরোধ যারা এ কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha