বুধবার মধ্যরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ৮টি স্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ করা হয়।
শহর সংলগ্ন ধলার মোড়ে পদ্মা নদীর তীরবর্তী শহর রক্ষা বাঁধ এলাকায় রাতের আঁধারে এসব এস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিল।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটরগুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।