ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.নিখিল রঞ্জন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ কালুখালীর প্রতারক কবিরাজ লাইলী
দিবসটির গুরত্ব ও তাৎপর্য তুলেধরে বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরনীয় এক দিন আজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুস্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা আ¤্রকাননে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রীসভা শপথ গ্রহন করেন এবং রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘপথ পরিক্রমায় ১৭ এপ্রিল ছিল এক অবিস্মরনীয় দিন।
প্রিন্ট