কুষ্টিয়ার খোকসায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট