ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়িতে অবস্থিত ‘তেলজুড়ি উচ্চ বিদ্যালয়’র এস.এস.সি-১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন আজ রোববার (১৪ এপ্রিল, ২০২৪) অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন তারা সপরিবারে দিনব্যাপী পরমেশ্বরদী ইউনিয়নের সাগর শরীফের আমবাগানে উদযাপন করেছে।
মো: বনি কাজী ও বিশ্বজিৎ বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে ও ৯৮ ব্যাচের সকল ছাত্রছাত্রীদের সার্বিক সহোযোগিতায় ছায়াঘেরা বাগানে অনুষ্ঠিত বার্ষিক বনভোজনে অন্যান্যের মধ্যে উপস্থিত তৎকালিন পাঠদানকৃত শিক্ষকবৃন্দ, সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খন্দকার ওমর হাফিজ মুক্তি, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সম্পাদক এ. এস. এম মুরসিদ (লিটু সিকদার), যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, আবু হেনা মুস্তাফা জামাল (হাজী জামাল), বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নী রহমান, ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তহমিনা খানম খুশি, সাংবাদিক মজিবর রহমান প্রমুখ।
বনভোজন শেষে পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের ছেলেমেয়েদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিন্ট