কুষ্টিয়ার খোকসায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা, সাপ খেলা, হাডুডুখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়। সকাল ৮ টায় উপজেলা বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাপ খেলা, কাবাডি খেলা, মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইরুফা সুলতানা।এর আগে সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী অফিসার এর নেতৃত্ব উপজেলা উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার বের করা শোভাযাত্রাটি খোকসা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খোকসা উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশারমানুষ ছাড়াও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা অফিসার আননুর জায়েদ,উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা কামরুজ্জামান সোহেল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সোনালী ব্যাংক ম্যানেজার প্রসাদ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সুধী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী বিন্দু।
প্রিন্ট