নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহেদুল আজম শিহাব (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের আরও ৫ আরোহী।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌর এলাকার কেরানি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহেদুল আজম শিহাব জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব তার কয়েকজন বন্ধু নিয়ে রাতে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেলগুলো পৌরসভার কেরানি মসজিদের সামনে প্রধান সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে শিহাবের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিহাবসহ দুই মোটরসাইকেলের ৬ আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।