নোয়াখালীর হাতিয়ায় ‘মরহুম জিয়াউল হক ফাউন্ডেশনের’ উদ্যোগে সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার এতিম/অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজার, পূর্ব চরচেঙ্গা ৬ নং ওয়ার্ডে অবস্থিত সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ সামগ্রীর প্রতিটি পরিবারকে সেমাই, সুজি, দুধ, চিনি, কিছমিছ ও প্রয়োজনীয় ঈদ উপকরণ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম জিয়াউল হক ফাউন্ডেশনের পরিচালক লুৎফুল্লাহ হিল হোসেন সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা কমিটির সভাপতি মো: আবুল হাসেম, মাওলানা মাহমুদুল হাসান খাজা, সহ সভাপতি মাসুম মান্না, সহ-সেক্রেটারীঃ মোঃ বেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সদস্য সাইফুল্লাহ মনির, সদস্য রিদন, সদস্য ফারুক, সদস্য নজরুল, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মাইন উদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।
কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার জন্য ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা এবং মাদ্রাসা নির্মাণ কাজের জন্য সবার সহযোগী কামনা করেন।
আয়োজনে মরহুম জিয়াউল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক, আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম ভূঁইয়া।
ফাউন্ডেশনের পরিচালক লুৎফুল্লাহ হিল হোসেন জানান, মরহুম জিয়াউল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম ভূইয়া পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ, গভীর নলকুপ স্থাপন, অসহায় মানুষের ঘর নির্মান, এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতে এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রিন্ট