কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া এলাকায় কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রয় করার অভিযোগে জমির মালিককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আড়িয়া কামারপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া এলাকার রেফাজ উদ্দিনের ছেলে ইন্তাদুল হক (৪৮) কে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রয় করার অপরাধে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় এ দন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট