ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফরিদপুরে ০৩ নং আসনের সংসদ সদস্য এ কে আজাদের নিজ অর্থায়নে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪-৩০ মিনিট পর্যন্ত ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ভা কলেজের মাঠ, কৃষ্ণনগর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ড: যশোদা জীবন দেবনাথ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, মাচ্চর ইউনিয়নের মাচ্চর ইউনিয়ন কমপ্লেক্স ভবন এবং ঈশান গোয়ালপুর ইউনিয়নের ওমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতি ইউনিয়নে ৯০০ প্যাকেট আনুপাতিক হারে ঈদ উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, আব্দুল বাতেন, ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নূসরাত রাসূল তানিয়া, সহ সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর আঞ্জুমান আরা বেগম, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সামসুন্নাহার মুহিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট