বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া, ইফতার ও আলোচনা সভার আয়োজন করে পোল্যান্ড আওয়ামী লীগ।
রবিবার মুয়াবা শহরে শেখ কাবাব রেস্টুরেন্টে পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম চকদার সাকুর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,স্বাধীনতা দিবস(২৬ মার্চ )এই দিনটি বাঙালি জাতিসত্ত্বার গর্ব ও আনন্দের দিন।পৃথিবীতে কোন জাতি এতো রক্ত দিয়ে দেশ স্বাধীন করেনি, যা বাংলাদেশ করেছে। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই রক্তে কেনা স্বাধীনতা।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল যুদ্ধে যাবার ও প্রতিরোধ গড়ে তোলার। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন- শুরু হয় যুদ্ধ। আর ১৬ ডিসেম্বর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
এসময় আলোচনা সভায় অংশ নেন পোল্যান্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তানিয়া আফরিন, মোঃ এহতেশামুল হক, সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ সহ বিভিন্ন শহর থেকে আগত পোল্যান্ড আওয়ামী লীগ,যুবলীগ ও পোল্যান্ড ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।
ইফতারের পূর্বে বঙ্গবন্ধু, ১৫ আগষ্ট ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
প্রিন্ট