কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির পারশীতলাই পাড়া গ্রামে আড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনাই জড়িত থাকার অপরাধে ধর্ষক কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। এ ঘটনায থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়, গত শনিবার সন্ধ্যা ৭ টাই পাশ্ববর্তী দুলাল মন্ডলের লম্পট ছেলে সুভান (২৫) সিরাজুল ইসলামের বাড়িতে যায়। ঔসময বাড়ির লোকজন না থাকা সিরাজুল ইসলামের ৭ ম শ্রেনীর পুড়য়া সুন্দরী মেয়ে সুভা খাতুন (১১) ডাক দিলে সে বলে বাড়িতে কেউ নেই।
এ সুযোগে লম্পট সুভান বাড়ির ভিতরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।
পরে তার ডাকচিৎকারে পাশের বাড়ির রোকজন এগিয়ে আসলে ধর্ষক সুভান দৌড়িয়ে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন সব শুনে থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ রাতারাতি ধর্ষক সুভান গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায পরের দিন রবিবার মামরা দায়ের হয়েছে।
প্রিন্ট