চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে নমুনা শস্য কর্তনের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটির আয়োজনে মাটি পরীক্ষার ভিত্তিতে চুন ও সুষম সার ব্যবহার বিষয়ক গবেষণা ট্রায়াল প্লটের গমের নমুনা শস্য কর্তনের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, এ বছর উপজেলায় গম চাষ হয়েছে ৬ হাজার ২০০ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৬০৬ মেট্রিক টন। তবে এই লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।
প্রিন্ট