ফরিদপুরের বোয়ালমারীতে পবিত্র রমজান মাস উপলক্ষে রাস্তায় ঘুরে ঘুরে ইফতার সামগ্রী দিচ্ছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত সুমন রাফি। নিম্ন আয়ের লোকেদের মাঝে প্রতিদিন তিনি এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, প্রথম রোজা থেকে এ পর্যন্ত সুমন রাফি পাঁচ শতাধিক নিম্ন আয়ের ভ্যানওয়ালা, দিনমজুর, শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। প্রতিদিন উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে দাঁড়িয়ে তিনি নিজ হাতে এসব ইফতারের প্যাকেট নিম্ন আয়ের লোকেদের হাতে তুলে দেন।
মঙ্গলবার (২৭ মার্চ) বোয়ালমারী পৌরসভার রেলস্টেশনের মোড়ে ইফতারের কিছু সময় আগে তাকে এসব ইফতারের প্যাকেট বিতরণ করতে দেখা যায়। তার এক হাতে ধরে রাখা বড় প্লাস্টিকের ব্যাগ, যাতে অর্ধশতাধিক ইফতারের প্যাকেট। এসময় রাস্তা দিয়ে যাওয়া নিম্ন আয়ের লোকেদের দাঁড় করিয়ে তিনি ইফতারের প্যাকেট ধরিয়ে দিচ্ছেন। মঙ্গলবার ৬৫ জন লোকের মধ্যে ইফতাররের প্যাকেট বিতরণ করা হবে বলে তিনি জানান।
- আরও পড়ুনঃ দৌলতদিয়া যৌনপল্লীর গবেষনা প্রতিবেদন প্রকাশ, নারী-শিশুদের যৌনপেশায় আসার প্রধান কারন দারিদ্রতা
জানতে চাইলে সুমন রাফি বলেন, শেষ রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম। বোয়ালমারীর বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোন দিন খিচুড়ি, কোনদিন বিরানি কোন দিন চপ, ছোলা, পিঁয়াজু ও ফলমূল দেই। আমার লক্ষ্য সাধারণ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মী লিটু সিকদার বলেন, সুমন রাফির এ ধরনের কাজ খুবই প্রশংসনীয়।
প্রিন্ট