জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার বলেছেন, জেলা পুলিশের নিকট জবেহকৃত পশুর তথ্য দিতে হবে। প্রদত্ত তথ্যে পশুর রং, গঠন, শিং সবকিছু উল্লেখ্য থাকতে হবে। সংঘবদ্ধ গরু চোরদের প্রতিরোধের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বুধবার রাজবাড়ীর কালুখালী থানা চত্তরে গরু ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
তিনি বলেন, কালুখালীর বিভিন্ন চা দোকানে কিশোর গ্যাংরা আড্ডা দেয়। মাদক ব্যবসায়ীরা ঘুরে বেড়ায়। এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি বিট পুলিশের দায়িত্বশীলদের প্রতি আহব্বান জানান।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন।
সভায় রতনদিয়া বাজার বনিক সমিতির সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি আলমগীর হোসেন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, বিকয়া বাজার বনিক সমিতির সভাপতি আহমদ আলী বিশ^াস, মৃগী বাজার বনিক সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট