ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ-২০২৪ উদ্যাপন করা হয়েছে। দিবসটির প্রথম প্রহর সূর্যোদয়ের পূর্বে ৩১বার তোপদ্ধনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বীর মুক্তিযোদ্ধাদের নামে গড়ে ওঠা মুক্তিযুদ্ধ ভাস্কর্য স্বাধীনতা চত্বরে উপজেলা প্রশাসন ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর পর একে একে শ্রদ্ধা জানাতে আসে চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা আ’লীগ ও এর অংগ সংগঠন, থানা বি.এন.পি ও এর অঙ্গ সংগঠন, সাংবাদিক বৃন্দ, ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুত সমিতি, বিভিন্ন স্কুল,কলেজ ও নানা শ্রেনী পেশার মানুষ।
সকাল সাড়ে ১০টায় চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ ও পুরুস্কার বিতরনের মধ্যে দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা দিবস।
প্রিন্ট