ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় নয়ন হোসেন (২৭) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
জানা গেছে আজ সোমবার সকাল ৮:৩৫ মিনিটে ফরিদপুরের ভাংগা থানাধীন মুনসুরাবাদের ঢাকা- খুলনা মহাসড়কের উপর মুনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় ঢাকাগামী রেজিস্ট্রেশন বিহীন এফ জেড ভার্সন টু মোটরসাইকেল ও গোপালগঞ্জগামী বিআরটিসি পরিবহন যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্র- ব-১৫-৫৬৭০ মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক নয়ন হোসেন(২৭) পিতা- মনোয়ার হোসেন সাং খরড়িয়া থানা- কালিয়া ,
জেলা- নড়াইল গুরুতর যখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
- আরও পড়ুনঃ এক সময়ের প্রবহমান ‘হিসনা’ এখন সরু খাল
মোটরসাইকেলের অতিরিক্ত গতি এবং বাস ড্রাইভার ট্রাফিক আইন না মানার কারণে উক্ত ঘটনাটি ঘটে বলে জানা যায়।ভাংগা থানা পুলিশ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন । এবং বিআরটিসি বাস ও মোটরসাইকেল ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে। বাসের হেলপার ও ড্রাইভার দ্রুত পালিয়ে যায়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট