ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বিভিন্ন গাড়িতে ডাকাতি Logo চরভদ্রাসনে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের বাজারে বিক্রি হচ্ছে নানা পন্য Logo গোপালগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান শামচুল আলম চৌধুরী Logo রমজানকে স্বাগত জানিয়ে কাশিয়ানীতে জামায়াতের র‌্যালী Logo রায়গঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা Logo পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দুর্গম সুরের আসরের পক্ষ থেকে ইসলামী সংগীত পরিবেশনা Logo কাশিয়ানীতে ট্রান্সফরমার চুরির হিড়িক, চোরেরা অধরা Logo হাজী শাহে আলম স্মৃতি রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo নাটোরে দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে মিছিল Logo ডিরেক্টর’স গিল্ড বাংলাদেশ নির্বাচন ২০২৫-২০২৭ ও শপথ গ্রহণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কাশিয়ানীতে ট্রান্সফরমার চুরির হিড়িক, চোরেরা অধরা

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। রাতের আঁধারে একের পর এক ট্রান্সফরমার চুরি হচ্ছে। গত পাঁচ মাসে ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এতে শঙ্কায় রয়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা।সেচ কাজে ব্যবহৃত চুরি হওয়ায় বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।

 

পল্লী বিদ্যুতের কাশিয়ানী জোনাল অফিস সূত্রে জানা গেছে, অক্টোবর ২০২৪ থেকে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ১৫ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার (কেভিএ) ১০টি, ১০ কেভিএ ৯টি ও ৫ কেভিএ ৪টি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

 

সর্বশেষ গত ২৩ ফেব্ব্রুয়ারী উপজেলার পোনা গ্রামের সাহেব বাড়ি এলাকার বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা।পল্লী বিদ্যুৎসমিতি কর্তৃপক্ষ থানায় এজাহার দিলেও চোর অধরা।

 

উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের বাসিন্দা মো.নাজমুল হুদা বলেন, ‘গত বছর আমার ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়েছিল। সমিতিকে ৩৬ হাজার টাকা ভর্তুকি দিয়ে ট্রান্সফরমার লাগিয়েছি। পুনরায় এবার সেই ট্রান্সফরমার চুরি হয়েছে, সম্পূর্ণ  টাকা দিয়ে ট্রান্সফরমার কিনে লাগিয়েছি। এভাবে বার বার চুরি হচ্ছে। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। সমিতি থেকে থানায় মামলা করলেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ।’

 

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী, প্রথম দফা ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার লাগাতে গ্রাহককে অর্ধেক মূল্য সমিতিকে ভর্তুকি দিতে হয়। আর দ্বিতীয় দফা চুরি হলে ট্রান্সফরমারের মূল্যের সম্পূর্ণ টাকা সমিতিকে দিয়ে গ্রাহককে ট্রান্সফরমার কিনতে হবে। যা দরিদ্র গ্রাহকদের জন্য খুবই কষ্টসাধ্য।

 

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কাশিয়ানী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম ফারুক ট্রান্সফরমার চুরির বিষয় নিশ্চিত করে বলেন,‘প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে। তবে এখনও কোনো চোরকে আটক করতে পারেনি পুলিশ। ট্রান্সফরমার চুরি রোধে সবাইকে সচেতন থাকতেহবে।’

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিউদ্দিন খান বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। চোরদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বিভিন্ন গাড়িতে ডাকাতি

error: Content is protected !!

কাশিয়ানীতে ট্রান্সফরমার চুরির হিড়িক, চোরেরা অধরা

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :

লিয়াকত হোসেন লিংকনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। রাতের আঁধারে একের পর এক ট্রান্সফরমার চুরি হচ্ছে। গত পাঁচ মাসে ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এতে শঙ্কায় রয়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা।সেচ কাজে ব্যবহৃত চুরি হওয়ায় বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।

 

পল্লী বিদ্যুতের কাশিয়ানী জোনাল অফিস সূত্রে জানা গেছে, অক্টোবর ২০২৪ থেকে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত ২৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ১৫ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার (কেভিএ) ১০টি, ১০ কেভিএ ৯টি ও ৫ কেভিএ ৪টি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

 

সর্বশেষ গত ২৩ ফেব্ব্রুয়ারী উপজেলার পোনা গ্রামের সাহেব বাড়ি এলাকার বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা।পল্লী বিদ্যুৎসমিতি কর্তৃপক্ষ থানায় এজাহার দিলেও চোর অধরা।

 

উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের বাসিন্দা মো.নাজমুল হুদা বলেন, ‘গত বছর আমার ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়েছিল। সমিতিকে ৩৬ হাজার টাকা ভর্তুকি দিয়ে ট্রান্সফরমার লাগিয়েছি। পুনরায় এবার সেই ট্রান্সফরমার চুরি হয়েছে, সম্পূর্ণ  টাকা দিয়ে ট্রান্সফরমার কিনে লাগিয়েছি। এভাবে বার বার চুরি হচ্ছে। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। সমিতি থেকে থানায় মামলা করলেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ।’

 

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী, প্রথম দফা ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার লাগাতে গ্রাহককে অর্ধেক মূল্য সমিতিকে ভর্তুকি দিতে হয়। আর দ্বিতীয় দফা চুরি হলে ট্রান্সফরমারের মূল্যের সম্পূর্ণ টাকা সমিতিকে দিয়ে গ্রাহককে ট্রান্সফরমার কিনতে হবে। যা দরিদ্র গ্রাহকদের জন্য খুবই কষ্টসাধ্য।

 

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কাশিয়ানী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম ফারুক ট্রান্সফরমার চুরির বিষয় নিশ্চিত করে বলেন,‘প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে। তবে এখনও কোনো চোরকে আটক করতে পারেনি পুলিশ। ট্রান্সফরমার চুরি রোধে সবাইকে সচেতন থাকতেহবে।’

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিউদ্দিন খান বলেন, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। চোরদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’


প্রিন্ট