ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে চার গরু ব্যবসায়ী কাছ থেকে নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার ভোরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আজ শনিবার ঘটনা জানাজানি হয়।
এ ঘটনায় গরু ব্যবসায়ী রবিউল আজ ১মার্চ শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ওই চার গরু ব্যবসায়ীর বাড়ি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায়। ঘটনাস্থলের পাশে থাকা একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ৯ থেকে ১০ জন সশস্ত্র সন্ত্রাসী মুখে গামছা ও রুমাল বেঁধে রাস্তা থেকে পাশে থাকা একটি বাগানের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
গরু ব্যবসায়ী রবিউল জানান, তারা ঢাকা থেকে গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। শুক্রবার ভোরে ডাংমড়কা বাজারে এসে তাঁরা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মহিষকুন্ডি এলাকার আঙ্গুপাগলির আস্তানার সামনে পৌঁছালে ৯ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের পথরোধ করে। একপর্যায়ে রামদা, হাঁসুয়া ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বেধড়ক মারধর করে তাঁদের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউলের কাছে থাকা ২ লাখ ১৫ হাজার, নান্টু ব্যাপারীর ২ লাখ ৫ হাজার, মজিবর ব্যাপারীর ২ লাখ এবং রকমানের কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশ মাঠ পর্যায়ে কাজ করেছে।”
প্রিন্ট