করোনা ভাইরাসের চলমান লকডাউন ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পাবনার চাটমোহরে সোমবার (১০ মে) ৮শ দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বেসরকারী সংস্থা প্রোগ্রাম ফর কমিউিনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) এর কর্মকর্তা কর্মচারীরা।
পিসিডি’র কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সহযোগিতায় চাটমোহর রেলওয়ে ষ্টেশনে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রিন্ট