নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ আদালতের অতিরিক্ত পিপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর মা সাহারে বানু (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বার্ধক্যজনিত কারণে বুধবার (১৩ মার্চ) সকাল ৬টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় ছোট ছেলে দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে চার ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম সাহারে বানু মাছিমদিয়ার মৃত আব্দুল মালেক মোল্যার স্ত্রী।
সাহারে বানুর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, এম মুনীর চৌধুরীসহ বিভিন্ন পেশার মানুষ।
প্রিন্ট