বালি বহনকরা ইঞ্জিন চালিত অবৈধযানের মুখোমুখি সংসর্ষে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান মিস্টার (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ্যাপেক্স ফার্মার সেলস প্রতিনিধি হিসেবে রাজশাহীতে কর্মরত নিহত মোস্তাফিজুর রহমান মিস্টার বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের তোহিদুল ইসলামের একমাত্র ছেলে। সোমবার (১১ মার্চ) বাঘা- ঈশ্বরদী সড়কের ঈশ্বরদী সাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিন যোহর নামাজের পর শাহী মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের মামা মুনসাদ মাহমুদ জানান, সোমবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে ওষুধ নিয়ে রাজশাহী থেকে ইশ্বরদী যাচ্ছিল। পথিমধ্যে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের সাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সামনে থেকে আসা চার চাকার ইঞ্জিন চালিত স্টিয়ারিং সেট অবৈধ যান (কুত্তাগাড়ি নামে পরিচিত) এর সাথে মুখামুখি সংঘর্ষে রাস্তায ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর চালক সটকে পড়েন। পুলিশ বালি ভর্তি সেই যানকে থানা হেফাজতে নিয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায়, নিহতের মামা মুনসাদ মাহমুদ সড়ক পরিবহন আইনে ঈশ্বরদী থানায় মামলা করেছেন বরে জানান ওসি।
প্রিন্ট