রাজশাহীর তানোরে ৩টি পাকা রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) দরগাডাঙা- নড়িয়াল, পিপড়া-টিকরপাড়া ও সংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেক্টিং রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
গত ১০ মার্চ রোববার স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে এসব রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও রানাপ্রমুখ। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজগুলো জলবায়ৃ পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে উপজেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
প্রিন্ট