চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রি দায়ে কালাম কসাইকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কলেজ মোড় এ ঘটনা ঘটলে সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই রোগাক্রান্ত মাংসগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত কসাই কালাম (৫০) উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হঠাৎ পাড়া গ্রামের এমরান আলীর ছেলে। জানা যায়, মাংস বিক্রেতা কালাম কসাই রোগাক্রান্ত একটি গরু কিনে পৌর এলাকার কলেজ মোড়ে মাংস বিক্রি করতে এলে স্থানীয় লোকজন তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় কালাম কসাই দোষ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পশু জবাই ও মাংসের মান-নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং প্রায় ৬০ কেজি মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, অসুস্থ গরুর মাংস খেলে মানুষ স্বাস্থ্য ঝুঁকি ও অ্যানথ্রাক্সসহ অন্য রোগে আক্রান্ত হতে পারে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা বলেন, রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রি ও মাংস সংরক্ষণের সত্যতা পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। মাংসগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে। এ ছাড়া কেউ যেন খাওয়ার অনুপযোগী মাংস বিক্রয় না করে, সে বিষয়ে সব ব্যবসায়ীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।
প্রিন্ট