বিরোধ পূর্ণ জমিতে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে সুজন (৩২) এক যুবক নিহত হয়েছে। নিহত সুজন উপজেলার ছাইকোলা ইউনিয়নের দীঘলগ্রামের নবীর উদ্দিনের ছেলে।
এ ঘটনায় রবিবার (৯ মে) নিহতের ভাই এরশাদ আলী চাটমোহর থানায় একটি মামলা দায়ের করলে (মামলা নং-৩) পুলিশ মোসলেম উদ্দিন (৬০), সামেনা খাতুন (৪৫) ও রেশমা খাতুন (২৫) কে আটক করেছে।
জানা গেছে , জমি নিয়ে বেশ কিছু দিন ধরে নবীর উদ্দিনের পরিবারের সাথে তোফাজ্জ্বল গং এর বিরোধ চলে আসছিল। এ বিরোধ পূর্ণ জমির গাছের পাতা কাটাকে কেন্দ্র করে শনিবার উভয় পক্ষের মধ্যে মারা মারি হয়।
এসময় সুজন, নবীর উদ্দিন এবং নবীর উদ্দিনের এক নাতনী আহত হয়। সুজনকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার আরো অবনতি হলে সর্বশেষ ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পোষ্টমর্টেমের জন্য লাশ পাবনা প্রেরণ করা হয়েছে। দুই নারীসহ তিন জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট