গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ মেয়াদহীন নিবন্ধন অনিবন্ধন টেকনিশিয়ান প্যাথলজিকাল ল্যাব টেস্ট এক্সরে করানোসহ বিভিন্ন অপরাধে চারটি জেনারেল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ৪ মার্চ সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন র্্যাবের সদর দফতর ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র্্যাব ১ এর সহকারী পুলিশ সুপার এ এসপি মাহফুজুর রহমান জানান, মাইশা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক শরিফ হোসেনকে এক লাখ, সেবা হাসপাতালের ব্যবস্থাপক লিটন খলিফা কে ৫০ হাজার, নিউ লাইভ হাসপাতাল ট্রমা সেন্টারের ব্যবস্থাপক আশিক উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান পরিচালনার সময় গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সার্জন এস এম আহসানুল্লাহ উপস্থিত ছিলেন। জরিমানার আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্্যাবের কর্মকর্তা জানান সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে ক্লিনিকে অপচিকিৎসার ফলে বেশ কয়েকজন রোগীর মৃত্যু, অসাধু বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গুলোতে চিকিৎসার নামে প্রতারণা, মেয়াদোওীর্ণ রেজিস্ট্রেশন ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে অসুস্থ মানুষকে প্রতারিত করে আসছে। মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত ও প্রতারণাররোদের্্যাব অভিযান পরিচালনা করছে।
প্রিন্ট