অবৈধভাবে পুকুর খনন ও পরিবেশ বিপর্যয়ের দায়ে রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তির ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার চক ছাতারী এলাকায় প্রকাশ্য দিবালকে অবৈধ ভাবে পুকুর খনন করছিল ঐ গ্রামের শিহাব উদ্দিন। এ খবর পেয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে যান এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এর আগে উপজেলার তেপুখুরিয়া এলাকায় পরিবেশ বিপর্যয়ের দায়ে উক্ত গ্রামের শিমুল হোসেন এর ১০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম । স্থানীয় লোকজন জানান, জরিমানা করেও থামছে না পুকুর খনন।
প্রিন্ট