ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২রা মার্চ ২০২৪ইং) সকাল সাড়ে দশটার দিকে মধুখালী পৌরসভার মধুখালী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের মহিষাপুর ব্রীজ এর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম কুলসুম বেগম (৬৫), স্বামী ওয়াজেদ আলী খান, সাং রুকুনী মধ্যপাড়া, ইউপি মেগচামী, থানা মধুখালী, জেলা ফরিদপুর।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,সকালে তিনি নিজ বাড়ি রুকুনী থেকে ডাক্তার দেখানোর জন্য ব্যাটারি চালিত অটোযোগে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মধুখালী পৌরসভাধীন মধুখালী থেকে বালিয়াকান্দি গামী আঞ্চলিক সড়কের মহিষাপুর চন্দনা ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আগত একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি ব্রিজের ঢালে পড়ে যায়।
এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করে। এরপর বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট